বাহিরের দেশ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যেই (রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত) এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন। মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ লাখ ৬ হাজার ৮৬১ জনের। এখনও প্রতিদিন দেশটিতে হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে।
এরই মধ্যেই আরেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। ভয়াবহ তুষারপাতসহ ঘূর্ণিঝড়ের হতে যাচ্ছে আমেরিকায়। এই তুষারপাতসহ ঘূর্ণিঝড় বিগত চার বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির ক্যারোলিনা থেকে মেইনি পর্যন্ত আঘাত হানতে যাচ্ছে।
ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার বিবিসি ও সিএনএন’র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি নরইস্টার নামে পরিচিত। ঝড়ের প্রভাবে বোস্টন এলাকায় ৬১ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। নিউ ইংল্যান্ডেও একই মাত্রায় তুষারপাত হতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০০৩ সালে ৭০ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।
ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, রবিবার পর্যন্ত প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়টি বোম্বোজেনেসিসের মধ্য দিয়ে যাবে, যার মানে ঠান্ডা বাতাস উষ্ণ সমুদ্রের বাতাসের সাথে মিশে যাবে। এর ফলে বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত হ্রাস পাবে। এ প্রক্রিয়াকে বোমা ঘূর্ণিঝড় (বোম্বোজেনেসিস) বলা হয়ে থাকে। সূত্র: বিবিসি