সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতি মারা গেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেগম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশের স্ত্রী ও নাতি নাইম (সাড়ে তিন বছর) ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেকের ছেলে।
নিহত নাইমের বাবা সাদেক জানান, তিনি এমসি বাজার এলাকায় তারহা স্পিনিং মিলে চাকরি করেন। সকালে হোসেনপুর থেকে নাইমকে নিয়ে তার নানি এমসি বাজারের উদ্দেশে রওনা দেন।
অটোরিকশাযোগে টেংরা এলাকায় পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাইম ও বেগম মারা যান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে।