সংবাদদাতা, ঝালকাঠি: ঝালকাঠিতে এক স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে সারা রাত দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে ধর্ষণের ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইলে ফোন দিয়ে রবিবার বিকেলে তাকে বাসা থেকে ডেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে সারা রাত ধর্ষণ করে রাব্বি, রনি, নাছির ও খান বোর্ডিংয়ের ম্যানেজার চাঁন মিয়া।
পরদিন সোমবার সকাল দশটার দিকে মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরে রাতে ভুক্তভোগী ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে মামলা দায়ের করেন। এর পরপরই আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ। রাতেই শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।