বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ সোমবার ইউক্রেনে রাশিয়ার হামলার ১২তম দিন চলছে। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। যুদ্ধে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ২৫ জন শিশু রয়েছে।
এছাড়া, হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন।
তবে জাতিসংঘ বলছে, বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ভারী গোলাবর্ষণ, বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
এর আগে জাতিসংঘ জানিয়েছে, রুশ আগ্রাসনের ফলে অন্তত ১৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে।
এদিকে রাশিয়ার ওপর একের পর এক ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। ফলে স্বাভাবিকভাবেই তোপের মুখে রয়েছেন রাশিয়ার ধনকুবেররা, বিশেষ করে পুতিনের ঘনিষ্ঠজনরা এ তালিকার শীর্ষে রয়েছেন।
ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল।
পুতিন বলেন, ‘তবে ঈশ্বরকে ধন্যবাদ যে সত্যিকার অর্থে সেরকম কিছু ঘটেনি। ‘