সংবাদদাতা, খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় সুখেন সর্দার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাত ১০টায় তার নিজ চিংড়ি ঘেরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুখেন উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চক গ্রামের মৃত গোস্ট সর্দারের ছেলে।
জানা যায়, রাতে খড়িয়া ভড়েঙ্গার চক এলাকায় নিজ মৎস্য ঘেরে যান সুখেন্দ্র। এর পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তাকে ঘেরের পানিতে ফেলে দেয়। গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, কে বা কারা কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি। সুখেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।