নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে এনার্জিপ্যাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য নজরুল সঙ্গীত শিল্পী শাহীন সামাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শিখা রহমান। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী, প্রকৌশলী খালেদা শাহরিয়ার কবির ডোরার কন্যা।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন, “আমাদের ইতিহাস গড়তে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে; এমনকি, আমাদের দৈনন্দিন জীবনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ব্যবসায়িক ক্ষেত্রে ও সরকারের নেতৃস্থানীয় পদে অন্তর্ভুক্তির মাধ্যমে প্রথা ভেঙে, নারী দিবসের এবারের প্রতিপাদ্য #ব্রেকদ্যবায়াস -এর ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, “আমাদের ৬০ শতাংশ কর্মীই নারী এবং নারীদের ক্ষমতায়ন ও সফলতায় ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত।”
পরিচালক রেজওয়ানুল কবির ও নুরুল আকতার সহ এনার্জিপ্যাক পরিবারের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।