সংবাদদাতা, সাভার: সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ২৫ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান রকি নামের (২৫) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ঢাকার আদালতে তাকে পাঠানো হয়।
এর আগে, সোমবার (১৪ মার্চ) রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার সরকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
আসাদুজ্জামান রকি দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের আব্দুল হান্নান হকের ছেলে।
পুলিশ জানায়, ওই গৃহবধূ স্বামীকে সঙ্গে নিয়ে সরকার বাড়ি এলাকার হাফিজ উদ্দিনের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন। সোমবার পাশের ঘরের ভাড়াটিয়া আসাদুজ্জামান রকি নামের এক যুবক ওই গৃহবধূকে গ্যাস সিলিন্ডার নষ্ট হয়েছে এ কথা বলে তার ঘরে ডেকে নেন। এসময় হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আসাদুজ্জামান রকি। ঘটনার সময় ওই গৃহবধূ চিৎকার করলে আশেপাশের লোকজন এসে যুবককে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী যুবককে গ্রেফতার করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) ফরহাদ বিন করিম বলেন, ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। যুবককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।