স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বুধবার তৃতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৩৮ রানে জয় পায় টাইগাররা। যা তাদের মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথম জয়।
তবে, দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে হারতে হয়েছিল সফরকারিদের। এবার সুযোগ আফ্রিকার মাটিতে যেকোনো ফরমেটে প্রথমবারের মতো সিরিজ জয়ের। সে লক্ষ্য সেঞ্চুরিয়ানে অনুশীলন করেছেন তামিম, মুশফিক, সাকিবরা।
দুই দলের পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। শেষ ৮ ম্যাচে সমান ৪টি করে জয় দু’দলের। সেখানেই স্বত্বি খুঁজতে পারে টাইগাররা।
দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও বাংলাদেশ দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকলে একই স্কোয়াড নিয়েই টানা ছয়টি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।