বাহিরের দেশ ডেস্ক: রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের সঙ্গে সম্পর্ক আছে এমন দুটি প্রমোদতরী (সুপার ইয়াট) তুরস্কের ডকইয়ার্ড রাখা হয়। দেশটিতে অবস্থান করা ইউক্রেনের তরুণরা এই জাহাজ অবরোধের চেষ্টা করেছে।
বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, জাহাজ দুটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বাইরে।
একদল ইউক্রেনীয় তরুণ তুরস্কের বোড্রাম উপদ্বীপে ‘মাই সোলারিস’ নামে একটি প্রমোদতরীর প্রবেশ থামানোর চেষ্টা করে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এসব সুপার ইয়াট এখন তাদের টার্গেট এবং এ পর্যন্ত অন্তত আটটি তারা জব্দ করেছে।