আর এন শ্যামা, নান্দাইল : ময়মনসিংহের নান্দাইলে রাতের আঁধারে মাহফুজুর সাজিদ( ১৪)নামে এক কিশোরকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৬ মার্চ দিবাগত রাতে কোন একটা সময় এই ঘটনা ঘটে।
নিহত সাজিদ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। সে স্থানীয় শাহনূর নবী উচ্চ বিদ্যাপিট নামক শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো বলে জানা যায়।
স্থানীয়রা জানান, নিহত সাজিতের বড় ভাই শুভ চিকিৎসা জনিত কারণে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলায় তার খালার বাড়িতে ছিল। তার মা নান্দাইল উপজেলার বাকচান্দা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
সে সুযোগে কতিপয় সন্ত্রাসীরা রাতের আঁধারে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করে পালিয়ে যায়। তবে ঘর কোন কিছু খোয়া যায় নি।
সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে বিছানার উপর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো যাবে।
এ ঘটনায় এই বাড়ির নিহতের সম্পর্কে চাচা
মৃত ফজর আলী পুত্র আলাল উদ্দিন (৬০) তারেই পুত্রবধূ আরমানের স্ত্রী শারমিন আক্তার (২৩)কে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হলেও । পুলিশ বিষয়টি স্বীকার করেনি।