নিজস্ক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: পাঁচ এজেন্ডা নিয়ে আজ প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার সকাল ১১টায় নতুন নির্বাচন কমিশনের প্রথম এ আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।
প্রথম বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন এবং বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়।
ইসি জানিয়েছে, প্রথম বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও একশোর মতো ইউনিয়ন পরিষদ ও দীর্ঘদিন আটকে থাকা বিভিন্ন পৌরসভা নির্বাচন নিয়েও আলোচনা হবে।
বৈঠকে সিদ্ধান্ত হলে ঈদের আগে তফশিল দিয়ে ঈদের পরে ভোট করার চিন্তা করা হচ্ছে।