প্রতিনিধি, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে গ্রামের সামনের মাঠে (ধান শুকানোর খলা) ধান ঢেকে রাখতে গেলে বজ্রপাতের কবলে পড়ে সেখানেই তাদের মৃত্যু হয়।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।