সংবাদদাতা, রাজবাড়ী: ঈদের ছুটি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। গতদিনের চেয়ে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। এতে ঘাট পাড়ে সৃষ্টি হয়েছে যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি।
আজ শনিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট ও এর আশপাশের সড়ক ঘুরে দেখা যায়, রাজধানীসহ বিভিন্ন জেলাগামী মানুষেরা দূরপাল্লার বাস, মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ঘাটে এসে ফেরি ও লঞ্চে নদী পার হচ্ছেন। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৮ কিলোমিটার যাত্রীবাহী বাসের সিরিয়াল রয়েছে, এ সময় কিছু পচনশীল পণ্যবাহী ট্রাককেও সিরিয়ালে থাকতে দেখা যায়। তবে এসব যানবাহনগুলোকে ১০ থেকে ১৫ ঘণ্টা ঘাটে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে।
অন্যদিকে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ জানিয়েছে, যাত্রী পারাপার দুর্ভোগ ও ভোগান্তি কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২৩টি লঞ্চ ও ২১টি ফেরি চলাচল করছে।