নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির শাহাদাৎ বার্ষিকীতে তাঁর মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (৭ মে) সকালে গাজীপুরের হায়দারাবাদে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
এসময় তার সঙ্গে ছিলেন শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামান, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আবদুল মালেক সরকার, তথ্য ও সেবা দপ্তরের পরিচালক ইমান উদ্দিন সরকার, ডেপুটি রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেনসহ বিশ^বিদ্যালয়র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।