সংবাদদাতা, জয়পুরহাট: জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শরিফ রহমান সাগর নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্রদেব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শরিফ রহমান সাগর নিলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। আহত জিৎ মহন্ত পাঁচবিবি উপজেলার শুভন মহন্তর ছেলে।
ওসি পলাশ চন্দ্র দেব জানান, নিহত পিকআপ ভ্যান চালক শরিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে পিকআপ ভ্যানে আম নিয়ে নিলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় হিলি থেকে ঢাকাগামী একটি পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক শরিফ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।