প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের আলীকদমের গহীন জঙ্গল থেকে বিপন্ন প্রজাতির একটি কালো ভাল্লুকের ছানা উদ্ধার করা হয়েছে। উপজেলার কুরুকপাতা ইউনিয়নের খ্যাংচন পাড়া এলাকার একটি গহীন জঙ্গলে ৭ মাস বয়সী ভাল্লুকের ছানাটি পাওয়া যায়।
স্থানীয় ‘সেভ দ্যা ন্যাচার’ এর সদস্যরা ভাল্লুক ছানা পাওয়ার খবর সেনাবাহিনীকে জানালে সেনা সদস্যদের সহায়তায় শুক্রবার বিকেলে ছানাটি বনবিভাগের মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আবুল কাসেম এর কাছে নিয়ে আসেন।
এর আগে ২০২০ সালের ২৫ জুন মাসে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জিনামেজু অনাথ আশ্রম সংলগ্ন পাহাড় থেকেও একটি ভাল্লুক ছানা উদ্ধার করা হয়।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এর তথ্য মতে রেড লিস্টে এশিয়ান কালো ভালুককে ‘ভালনারেবল’ বলে থাকেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের বনে এরা এখনও টিকে আছে। তবে অব্যাহত ভাবে পার্বত্য অঞ্চলে বন ধ্বংস হওয়ায় এশিয়ান কালো ভালুক বাসস্থান ও খাদ্য সঙ্কটে পড়ে প্রায় বিপন্নের পথে।
এদিকে ভাল্লুকের ছানা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল বলেন, ভাল্লুক ছানাটি বর্তমানে রেঞ্জের হেফাজতে ভালো আছে। আরো দু একদিন ছানাটির গতিবিধি দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।