নিজস্ব প্রতিবেদক, সাঘাটা : ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ ফজলে রাব্বী এমপি’র সুযোগ্য কন্যা ফারজানা রাব্বী বুবলী’র সাথে সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, পদুমশহর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন,
উপজেলা কৃষকলীগ সভাপতি ও হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা দুদু, হায়দার আলী, মাহফুজার রহমান মফু, মোখলেছুর রহমান প্রমুখ। মতবিনিময় শেষে নেতৃবৃন্দ আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য সাঘাটা উপজেলা আওয়ামীলীগে ত্রি-বার্ষিক কাউন্সিলের সম্মেলন স্থল পরিদর্শন করেন।