নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ভর্তি পরীক্ষা আজ। বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ছয় হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
আজ শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটের এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৪ জুন বুয়েটে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ইতিমধ্য।
প্রাথমিক বাছাইয়ের ফল ঘোষণার দিনেই বুয়েট জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় দুই শিফটে ৩০০০ করে মোট ৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।