অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম. রিয়াজল করিম, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত হজ পরিচালক (যুগ্ম সচিব) জনাব সাইফুল ইসলাম, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখা প্রধান জনাব শামসুদ্দিন চৌধুরী; এসইভিপি ও প্রধান কর্মকর্তা কর্পোরেট ব্যাংকিং বিভাগ জনাব মোঃ জামিল হোসেন, সিএমএ, ইভিপি ও প্রধান কর্মকর্তা ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ জনাব মোঃ তারেক উদ্দিন, ইভিপি ও মহাখালী শাখা প্রধান জনাব রানা আব্দুল্লাহ, এসভিপি ও প্রধান কর্মকর্তা ইসলামিক ব্যাংকিং বিভাগ জনাব মোঃ ইলিয়াস, বিভিন্ন শাখার প্রধানগণ সহ আরো অনেকে।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, জনাব এম রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ যাত্রীদের হজ কার্ড, ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ বিষয়ক তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা দেয়া হবে।
পরিশেষে ব্যাংক ও হাজীদের সার্বিক কল্যান কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।