সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে টানা বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার রাত ১১টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত রবিউল হাসান (৫) ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউলের স্বজনদের বরাতে কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রোববার বিকেলে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার করেন তারা।
কালামারছড়া ইউনিয়নে আবার ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে নিরাপদ এলাকায় সরে যেতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিংসহ প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান এই চেয়ারম্যান।