ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মোটর শোভাযাত্রা ও বিজয় র্যালির আয়োজন করা হয়।
এক বর্ণাঢ্য র্যালি মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর শিল্পাঞ্চল ঘুরে মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোনারগাঁ উপজেলায় আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের নেতৃত্বে জড়ো হতে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন ঘোষণার পরপরই কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেব আনন্দ মিছিল বের হয়।
আলহাজ্ব ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে অংশ নেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগ. সহ আওমী অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালীতে আরো উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহবায়ক ও (নারায়ণগঞ্জ-৩) আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্,আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।