নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার আমজাদ হোসেন হাওলাদারসহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত জানায়, একাত্তরের অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- খুলনার বটিয়াঘাটার আমজাদ হোসেন হাওলাদার, শহর আলী সরদার, আতিয়ার রহমান, মোস্তাইন বিল্লাহ, কামাল উদ্দিন এবং নজরুল ইসলাম। আসামিদের মধ্যে নজরুল ইসলাম এখনও পলাতক।
এই মামলায় প্রাথমিকভাবে মোট ৮ জন আসামি থাকলেও দুই জন মারা যাওয়ায় তাদের বাদ দিয়ে বাকি ৬ জনের৫ বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
গেল মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।
এর আগে, ২০১৫ সালের ১৫ নভেম্বর মামলার তদন্ত শুরু করে ২০১৭ সালের ৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে সাত ভলিউমের ১ হাজার ২৭ পাতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হয়।
এর মধ্যে তদন্ত প্রতিবেদনে উল্লেখিত চারটি অপরাধেই অভিযুক্ত হয়েছেন আমজাদ হোসেন হাওলাদার। প্রতিবেদনে বলা হয়, তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে কনভেনশন মুসলিম লীগ এবং পরে জামায়াতের সমর্থক ছিলেন। অন্য আসামিরাও মুক্তিযুদ্ধকালে কনভেনশন মুসলিম লীগ এবং জামায়াতের সমর্থক ছিলেন।