নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর কারওয়ান বাজার থেকে গত ২১ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্সের ছাত্রী পারিশা আক্তারের (২৫) মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- রাশেদুল ইসলাম (১৭) ও রিপন ওরফে আকাশ (২৪)।
গ্রেফতারকৃতরা জানিয়েছেন, মোবাইলটি ৪ হাজার টাকায় বিক্রি করেছিলেন তারা। ওই টাকার মধ্যে তারা উভয়ে ১ হাজার টাকা করে নিয়ে বাকি দুই হাজার টাকায় মদ কিনে খেয়েছিলেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর তেজগাঁও থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।