নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হলো দেশে। সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। এ মানের সোনার ভরি বিক্রি হবে ৮২ হাজার ৩৪৮ টাকায়। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগে ২৯ জুলাই দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়। বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা।
গতকাল পর্যন্ত এ মানের সোনার দাম ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। নতুন করে দাম বাড়ানোয় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪১৮ টাকায়। গতকাল পর্যন্ত দাম ছিল ৬৬ হাজার ৪৮৫ টাকা।