বাহিরের দেশ ডেস্ব: ব্রিটিশ-আমেরিকান ঔপন্যাসিক সালমান রুশদির শারীরিক অবস্থা ভালো নয়। তিনি কথা বলতে পারছেন না। লেখকের প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
১২ আগস্ট নিউইয়র্কের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাওয়ার সময় সালমান রুশদিকে ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করা হয়। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
হামলার ঘটনায় নিউ জার্সির ফেয়ারভিউ থেকে হাদি মাতার (২৪) নামে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই যুবক মঞ্চে দৌড়ে এসে সালমান রুশদি ও সাক্ষাৎকার গ্রহণকারীকে আক্রমণ করে।
বুকারজয়ী লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেছেন, ‘সালমান রুশদি সম্ভবত একটি চোখ হারাবেন। তার বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। ছুরিকাঘাতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে’।