সংবাদদাতা, মৌলভীবাজার: দুইদিন কর্মবিরতির পর দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে ফের আন্দোলনে নেমেছে সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রামের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চা শ্রমিকরা। দেশের অন্যান্য চা বাগানের মতো সকাল থেকে কমলগঞ্জের ২৩টি চা বাগানে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।
রোববার সাপ্তাহিক ছুটি এবং সোমবার জাতীয় শোক দিবস হওয়ায় এই দুদিন বন্ধ ছিলো চা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে সারা দেশের চা বাগানে শ্রমিক ধর্মঘটের ফলে সৃষ্ট সংকট নিরসনে আজ মঙ্গলবার দুপুরে বৈঠকে বসছেন বলে জানিয়েছেন বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মোহাম্মদ নাহিদুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, দুপুরে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসছেন। তিনি প্রথমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বসবেন। পরে তাদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে বাগান মালিকদের সঙ্গে কথা বলবেন। ধর্মঘটের কারণে মালিক-শ্রমিক দুপক্ষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে উভয়পক্ষকে মহাপরিচালকের সঙ্গে বসার জন্য বলা হয়েছে। তারাও আসতে সম্মতি জানিয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, আমরা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে যাব। আমাদের শ্রমিকরা কী কঠিন অবস্থায় আছে, সেটি সরকার ও মালিকপক্ষকে অবশ্যই দেখতে হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৪ দিন কর্মবিরতি ও গত শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নামে চা শ্রমিকরা।