নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ বুধবার (২৪ আগস্ট) প্রকাশ করা হয়েছে।
এই পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৯২ শতাংশ। সারা দেশের ৭১১ টি কেন্দ্রে ১৮৭৯ টি কলেজে এ পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ১৭৯ জন। প্রকাশিত ফলাফল রাত ৮টা থেকে এসএমএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের (www.nu.ac.bd/results) মাধ্যমে জানা যাবে।