নিজস্ব প্রতিবেদক : ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ এর আয়োজনে আজ সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে “বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক টেকসই লাইব্রেরি উন্নয়ন” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মালিক খসরু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
গোলটেবিল আলোচনায় অংশ নেন মুহম্মদ শফিকুর রহমান এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, অ্যারোমা দত্ত এমপি, বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কদ্দুস, হারুন হাবিব প্রমুখ।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক খান মাহবুব।
প্রতিমন্ত্রী গ্রন্থাগার আন্দোলনের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। তিনি বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তারা বেসরকারি গণগ্রন্থাগারের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ বেগবানে গুরুত্বারোপ করেন।