নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: দেশে ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রেকর্ড ৬৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে ২৮ সেপ্টেম্বর দেশে একদিনে সর্বোচ্চ ৫২৪ ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৫৮ জনে।
এসময় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৮ এবং ঢাকার বাইরে ১১৭ জন।
চলতি বছরে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৫১৩ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত ডেঙ্গিতে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
গত মাসে দৈনিক গড়ে ৩৩০ জন ডেঙ্গি রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত মাসে ডেঙ্গিতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দিনে একজনের বেশি রোগী মারা গেছেন।