গাইবান্ধা প্রতিনিধি:
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধা এর মাসিক ভার্চুয়াল সভায় অধ্যাপক মাজহারউল মান্নানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। অধ্যাপক মাজহারউল মান্নান সর্বশেষ গাইবান্ধা জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি শিক্ষকতা জীবনে রংপুর কারমাইকেল কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি গাইবান্ধায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া সনাক সহ-সভাপতি হিসেবে সাংবাদিক অশোক কুমার সাহা ও প্রধান শিক্ষক শাহ্জাদী হাবিবা সুলতানা (পলাশ) নির্বাচিত হয়েছেন। বিগত চার বছরে দায়িত্ব পালন করা বিদায়ী সনাক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম এবং সহ-সভাপতি এ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন ও আফরোজা বেগম লুপু কে সনাক সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন ডাঃ নুরুজ্জামন আহমেদ, গোবিন্দ লাল দাস, এ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, শিরিন আক্তার, অঞ্জলী রানী দেবী, এ. কে.এম. শাখাওয়াৎ হোসেন, জিয়াউল হক কামাল, উজ্জল চক্রবর্তী, টিআইবি’র রাজশাহী ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী এবং এরিয়া ম্যানেজার মোঃ মোরশেদ আলম।