চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের বন্ধের পর আজ শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরুর মধ্যে দিয়ে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন জানান, আজ সকালে ভারতের মহদিপুর থেকে আমদানীকৃত পিয়াজ, ভুট্টা, পাথরভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।
সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক ষ্টেশনের উপ কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, স্থলবন্দরে ভারতীয় আমদানীকৃত পণ্যভর্তি ট্রাক প্রবেশ করেছে এবং কয়েকদিনের ছুটিজনিত কারণে ভারতের মহদিপুরে বেশ কিছু ট্রাক আটকা পড়েছে, যা আজকের মধ্যে বাংলাদেশে প্রবশের মধ্যে দিয়ে স্বাভাবিক হয়ে আসবে।