স্পোর্টস ডেস্ক: দলীয় ৮১ রানে ৭ম উইকেট হারায় নেদারল্যান্ডস। লোগান ফন বেইককে ২ রানে ফেরান হাসান মাহমুদ। ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ডাচদের সংগ্রহ ৮৬ রান। ৩১ বলে ৫৯ রান প্রয়োজন নেদারল্যান্ডসের। বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট।
নিজের তৃতীয় ওভার করতে এসে টিম প্রিঙ্গলকে বোল্ড করলেন হাসান মাহমুদ। ৬ বল খেলে মাত্র ১ রান করতে পেরেছেন এই ডাচ ক্রিকেটার। ১৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬৬ রান নেদারল্যান্ডসের।
টাইগার বোলারদের তোপে মাত্র ১৫ রানে ৪ উইকেট হারায় নেদারল্যান্ডস। চাপ সামলে দলকে পথ দেখাচ্ছিলেন টম কুপার ও স্কট এডওয়ার্ডস। দুই ব্যাটার মিলে ৪৪ রানের জুটি গড়েন। এই জুটি ভেঙে স্বস্তি ফেরালেন সাকিব।
স্বল্প টার্গেট দিয়ে দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের দলীয় ১৫ রানে ৪ উইকেট শিকার করেছে টাইগাররা। প্রথম ওভারে তাসকিনের জোড়া আঘাতের পর ডাচদের তৃতীয় ও চতুর্থ ব্যাটার রানআউটের শিকার হন। ৩.২ ওভারে সাকিবের বলে ডাবল নিতে গিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ম্যাক্স ও’দাউদ (৮)। দুই বল বাদে একই ভাগ্য বরণ করেন টম কুপার (০)।
শুরুতেই তাসকিনের জোড়া আঘাত
ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবার জোড়া আঘাতে বোলিং শুরু করলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের প্রথম দুই বলেই নেদারল্যান্ডসের দুই ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। বিক্রমজিৎ সিং ও বাস ডি লেইডাকে রানের খাতা খুলতে দেননি তাসকিন।