স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে আসছে একের পর এক ইনজুরির দুঃসংবাদ। ইনজুরির কারণে লরিয়েন্তের বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। যদিও এতে বিশ্বকাপ নিয়ে কোনো অনিশ্চিয়তা নেই তার।
৬ নভেম্বর লরিয়েন্তের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পিএসজির। পায়ের গোড়ালির পেছনের অংশে ব্যথা অনুভব করায় মেসি থাকছেন না এই ম্যাচে, এমন খবর জানিয়েছে পিএসজি। বিবৃতিতে তারা বলেছে, ‘মেসি এখন আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সপ্তাহ থেকে দলীয় অনুশীলনে যোগ দেবেন তিনি।’
বিশ্বকাপের আগে ফুটবলাররা না খেলতে চাচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে পিএসজির কোচ ক্রিস্টোফার গ্যালাতিয়ের বলেছেন, ‘কোন ফুটবলারই আমাকে বলেনি বিশ্বকাপের আগে আর খেলতে চায় না। এমন চ্যাম্পিয়ন ফুটবলারদের মানসিকতা এমন হতে পারে না। সবকিছুর বাইরেও তারা ফিটনেসের ব্যাপারে সচেতন।’