আরএন শ্যামা, নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গালাহার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন-গালাহার এলাকার বাসিন্দা সাব্বির।
পুলিশ জানায়, দুপুরে কিশোরগঞ্জ থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি বাস ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার বাজারে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার সময় আরো একজনের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, আহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন শিশু। নিহত অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।