নিজস্ব প্রতিবেদক : তরুণদের সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শুরু হওয়া সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসরে চতুর্থ স্থান অর্জন করেছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইওটি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের তিন শিক্ষার্থীর একটি দল। আইওটি বেজড ক্রপ রিকমেন্ডেশন সিস্টেম এর উদ্ভাবন
করে তারা এ সাফল্য অর্জন করেন। এ দলে শিক্ষার্থীরা হলেন মো.শাহারিয়ার হোসেন অপু ,তৌসিফ মাহমুদ ইমন এবং নূর- ই ফেরদাউস।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
চলতি বছরের ১৩ আগস্ট অনলাইন প্লাটফর্মে নিবন্ধন শুরু হয়ে আইডিয়া রাউন্ড,প্রোটোটাইপ রাউন্ড, অনলাইন ডেমনস্ট্রেশন ও সর্বশেষ ২৮ নভেম্বর সরাসরি উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতাটি শেষ হয়। ‘ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, ই-কমার্স, এমার্জিং টেকনোলজি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন’-এমন ১১টি চ্যালেঞ্জ নিয়ে শুরু হওয়া জাতীয় পর্যায়ের ভার্চুয়াল ইনোভেশন হ্যাকাথন নিবন্ধন করে প্রায় ১২৪ আইডিয়া। এর মধ্য থেকে ৫০ জন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের নিয়ে জুরি বোর্ড ও ২০ জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বোর্ডের সদস্যের বিভিন্নভাবে বাছাই করা ৪১টি আইডয়া নিয়ে শুরু হয় এ হ্যাকাথন।
প্রতিযোগিতায় টিম বিডিইউ ফিনিক্সকে সার্বিক দিকনির্দেশনা এবং সহায়তা প্রদান কনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যন সামছুদ্দীন আহমেদ এবং টিম মেন্টর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক সুমন সাহা।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।