-
অংশ নিলেন পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় ঘাসফুল বাস্তবায়নাধীন Bangladesh Rural Water Sanitation and Hygiene for Human Capital Development Project এর আওতায় আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংস্থার চান্দগাঁওস্থ প্রধান কার্যালয়ে প্রকল্পের কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পিকেএসএফ এর অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন এবং মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল মতীন। আগত অতিথি ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।
এসময় উপস্থিত ছিলেন ঘাসফুল এর পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপ-পরিচালক মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক মোঃ শামসুল হক, সাদিয়া রহমান, প্রকল্পের ফোকাল পার্সন মোহাম্মদ নাছির উদ্দিন, এরিয়া ম্যানেজার তাঈম-উল-আলম, মো: নাজমুল হাসান পাটোয়ারী, সাইফুল ইসলাম, প্রকল্পের কর্ম-এলাকা চট্টগ্রামের পটিয়া, মিরসরাই, ফেনী জেলার ফেনী সদর, ছাগলনাইয়া এবং কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাসহ মোট পাঁচটি উপজেলার ঘাসফুল এর কালারপোল শাখা, পটিয়া সদর শাখা, মিরসরাই শাখা, বারইয়ারহাট শাখা, লেমুয়া শাখা, ছাগলনাইয়া শাখা, ফেনী সদর শাখা এবং মিয়াবাজার শাখাসহ মোট আটটি শাখার শাখা ব্যবস্থাপকগণ ও ওয়াশ প্রকল্পের সুপারভাইজার আজহারুল মোমিন প্রমুখ।