নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মহান বিজয় দিবসে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধ এবং রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।
১৬ ডিসেম্বর সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধ এবং বেলা সাড়ে দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল মান্নান জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করায় তাঁর পক্ষে জনাব চৌধুরী প্রতিষ্ঠানের কর্মসূচিতে নেতৃত্ব দেন।
বিএইচবিএফসি সদর দফতর এবং ঢাকা জেলাধীন সকল মাঠকার্যালয়ের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের এ দিনটি উদযাপনে বিএইচবিএফসি নানাবিধ কর্মসূচি গ্রহণ ও পরিপালন করছে।