নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমাযুন আখতার গত ২৬ ডিসেম্বর ভারতের দিল্লীতে অনুষ্ঠিত কানাডার কমন ওয়েলথ অব লার্ণিং (COL) কর্তৃক প্রতিষ্ঠিত কমন ওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া CEMCA উপদেষ্টা পরিষদের ২২ তম সভায় যোগদান করেন।
কমন ওয়েলথ অব লার্ণিং (COL) এর প্রেসিডেন্ট ও সিইও অধ্যাপক ড. আশা কানওয়ার এ সভায় সভাপতিত্ব করেন। তিনি সভায় ব্লেন্ডেড লার্ণিং (Blended learning) এর ওপর জোর দিয়ে বলেন, এটি পরিবেশ বান্ধব কারণ শিক্ষাার্থীদের অনলাইন ক্লাসে যোগদানের মাধ্যমে জ্বালানী খরচ ও কার্বন নি:সরণ অনেকাংশে হ্রাস করা যাবে।
সভায় উপস্থিত সদস্যগণ এতে স্বত:স্ফুর্ত ভাবে একমত পোষণ করেন। ঈঊগঈঅ এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমাযুন আখতার বলেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ই-লার্ণিংকে পরিবেশ বান্ধব শিক্ষার বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে সভায় প্রস্তাব দেন। তিনি ব্লেন্ডেড লার্ণিং এর সম্প্রসারণে সেমকার প্রতি আহবান জানান।
সভায় এশীয় অঞ্চলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স (MOOCs) উন্নয়নের ওপর সেমকার কর্মকান্ড সম্প্রসারনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও সেমকার উপদেষ্টা পরিষদে ওপেন এডুকেশণ রিসোর্স (OER) নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে সেমকা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের শিক্ষা উন্নয়ন ও সম্প্রসারণের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করে আসছে।