টঙ্গী প্রতিনিধি : রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৫ তম বিশ্ব ইজতেমা (দ্বিতীয় পর্বে) অংশ নিতে ময়দানে আসা আজ সকাল পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু করে শুক্রবার মধ্যরাতের বিভিন্ন সময়ে ইজতেমা ময়দানে হঠাৎ অসুস্হ, বার্ধক্যজনিত কারন ও হৃদরোগে আক্রান্ত হয়ে এসব মুসল্লিরা মারা যান। পরে ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ গুলো আত্নীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম এসব তথ্য জানান।
তিনি জানান, ইজতেমা মাঠে মারা যাওয়া মুসল্লিরা হলেন, রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের পুত্র আব্দুল হান্নান (৫৮), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার মৃত হাজী ওয়াজউল্লাহ পুত্র ব্যবসায়ী হাজী মো. বোরহান উদ্দিন (৪৫), বরগুনার আব্দুল আলীর পুত্র মফিজুল ইসলাম (৭৫),গাইবান্ধার মৃত মো: শুক্কুর মণ্ডলের পুত্র আব্দুল হামিদ মণ্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের পুত্র মফিজুল ইসলাম (৫৪)।
এদিকে, আজ শনিবার দুপুরে সিটি এসবি গোয়েন্দা গাজীপুর, টঙ্গী জোনের এএসআই মো: মনির উদ্দিন জানান, টঙ্গীর তুরাগ পাড়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা মাঠে এখন পর্যন্ত ৪ মুসল্লি মারা গেছেন।