1.0বাঙলা প্রতিদিনhttps://banglapratidin.netবাঙলা প্রতিদিন২৪.কমhttps://banglapratidin.net/author/banglapratidin/লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতrich600338<blockquote class="wp-embedded-content" data-secret="GVXghvHsOH"><a href="https://banglapratidin.net/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f-2/">লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত</a></blockquote><iframe sandbox="allow-scripts" security="restricted" src="https://banglapratidin.net/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f-2/embed/#?secret=GVXghvHsOH" width="600" height="338" title="“লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত” — বাঙলা প্রতিদিন" data-secret="GVXghvHsOH" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no" class="wp-embedded-content"></iframe><script type="text/javascript"> /* <![CDATA[ */ /*! This file is auto-generated */ !function(d,l){"use strict";l.querySelector&&d.addEventListener&&"undefined"!=typeof URL&&(d.wp=d.wp||{},d.wp.receiveEmbedMessage||(d.wp.receiveEmbedMessage=function(e){var t=e.data;if((t||t.secret||t.message||t.value)&&!/[^a-zA-Z0-9]/.test(t.secret)){for(var s,r,n,a=l.querySelectorAll('iframe[data-secret="'+t.secret+'"]'),o=l.querySelectorAll('blockquote[data-secret="'+t.secret+'"]'),c=new RegExp("^https?:$","i"),i=0;i<o.length;i++)o[i].style.display="none";for(i=0;i<a.length;i++)s=a[i],e.source===s.contentWindow&&(s.removeAttribute("style"),"height"===t.message?(1e3<(r=parseInt(t.value,10))?r=1e3:~~r<200&&(r=200),s.height=r):"link"===t.message&&(r=new URL(s.getAttribute("src")),n=new URL(t.value),c.test(n.protocol))&&n.host===r.host&&l.activeElement===s&&(d.top.location.href=t.value))}},d.addEventListener("message",d.wp.receiveEmbedMessage,!1),l.addEventListener("DOMContentLoaded",function(){for(var e,t,s=l.querySelectorAll("iframe.wp-embedded-content"),r=0;r<s.length;r++)(t=(e=s[r]).getAttribute("data-secret"))||(t=Math.random().toString(36).substring(2,12),e.src+="#?secret="+t,e.setAttribute("data-secret",t)),e.contentWindow.postMessage({message:"ready",secret:t},"*")},!1)))}(window,document); /* ]]> */ </script> https://banglapratidin.net/wp-content/uploads/2022/12/Av.jpg674329সংবাদদাতা, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বগখাতা দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ ভোররাত সাড়ে ১২টার দিকে বড়খাতা দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নাম্বার মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন—উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংলু মিয়া ও ফকিরপাড়া গ্রামের হাফি মিয়ার ছেলে সাদিক হোসেন।বড়খাতা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম জানান, বাংলাদেশ থেকে প্রায় ২০ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল গরু আনতে। বিএসএফের গুলিতে ‍দুজন আহত হলে বাকিরা তাদের দেশে নিয়ে আসেন।সাদিক হোসেনের চাচা হুমায়ুন কবীর বলেন, মরদেহ বাড়িতে আছে। বিজিবি-পুলিশ এসে বলেছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা যাবে না।কবীর স্বীকার করেন, তার ভাতিজা গরু চোরাকারবারিতে জড়িত ছিলেন।কমান্ডার আব্দুল জলিল আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতলকুচি থানার ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মধুসুদন ক্যাম্পের টহলরত সদস্যরা গুলি চালালে দুজন নিহত হন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠাবো।