300X70
বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অনশন ভাঙতে রাজি হয়েছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৬, ২০২২ ৯:৪০ পূর্বাহ্ণ

সংবাদদাতা, সিলেট: বরেণ্য কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে হাসপাতালে থাকা অনশনরতরা ক্যাম্পাসে ফিরলে আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙানো হবে।

ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক। তাঁরা দুজনই এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এবং ২০১৯ সালে অবসরে যান।

বুধবার ভোর ৩টা ৫৫ মিনিটে ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক শাবি ক্যাম্পাসে এসে পৌঁছান। ক্যাম্পাসে ঢুকেই তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ফটক থেকে পায়ে হেঁটে তাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।

ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের বলেন, ‘আজ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আমার বাসায় আলোচনা হয়েছে। তাঁরা বাসায় এসেছিল। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছে। তোমরা যা চাইছো, যে দাবি তোমাদের সেটা পূরণ হবে।’

ড. জাফর ইকবাল বলেন, ‘তোমাদের ওসিলায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে ড. জাফর ইকবাল বলেন, ‘তাঁদের (উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের) সঙ্গে আলোচনার পর আমরা দেরি করিনি, সরাসরি এখানে চলে এসেছি। আমরা তোমাদের অনশন না ভাঙিয়ে যাব না।’

এ সময় শিক্ষার্থীরা হাসপাতালে থাকা শিক্ষার্থীসহ সকল অনশনরতদের একত্র করে সকাল ৮টায় অনশন ভাঙার সম্মতি জানান।

পরে গণমাধ্যমকে অনশন ভাঙতে সম্মত হ‌ওয়ার বিষয়টি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল নিশ্চিত করেন।

গত ১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাঁর পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসভবনের সামনে অবস্থানের কারণে গত ১৭ জানুয়ারি থেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপে ১০০ মিনিট নয়, খেলা হবে ৯০ মিনিট করে

বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত

বঙ্গবন্ধু হত্যার সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া ও তার পরিবার : তথ্যমন্ত্রী

দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে : জিএম কাদের

বঙ্গবন্ধু দেশে ফিরেছিলেন বলেই জাতি বিজয়ের পূর্ণ আনন্দ পেয়েছিল: বিএসএমএমইউ উপাচার্য

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৪

বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত

রাজনীতি যেন প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে : শিক্ষামন্ত্রী দীপু মনি

পাঠাও ফুডে ১৪ই ফেব্রুয়ারিতে ১৪ টাকা ডেলিভারি ফি

সকল মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী

ব্রেকিং নিউজ :