300X70
রবিবার , ২ জুলাই ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঈদের তৃতীয় দিনেও মেঘনার পাড়ে পর্যটকদের উপচেপড়া ভিড়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

ভোলা সংবাদদাতা : ঈদের তৃতীয় দিনেও ভোলার ইলিশাঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গিয়েছ।

এছাড়া দর্শনার্থীদের আকৃষ্ট করতে ওইস্থানে রেস্টুরেন্ট এন্ড রিসোর্টে ও ছোট্ট ফুসকার দোকান বসেছে।

ঈদুল আযহা উপলক্ষে দর্শনার্থীদের আকৃষ্ট করতে মনোরম পরিবেশে বিনোদনের জন্য নতুনভাবে সাজানো হয়েছে ভোলার অন্যতম ওই স্থানের একটি পর্যটন কেন্দ্র।

ভ্রমণ পিপাসুদের বিনোদন দিতে এবছর ব্যতিক্রমী আয়োজন করে কর্তৃপক্ষ।

এখানে আসলে চোখজুড়ানো অপরুপ সৌন্দর্য দর্শনার্থীদেরকে মন ভুলিয়ে দেয়।

জানা গেছে, চাকচিক্য রুপে সাগরকন্যা কুয়াকাটার ন্যায় বিনোদন কেন্দ্রের আদলে মেঘনার কুলে গড়ে উঠা রিসোর্টটি অল্প দিনেই দর্শনার্থীদের মন কেড়েছে।

গত ঈদের ন্যায় এবারো অন্যরকমভাবে সাজানো হয়েছে। ব্যবস্থা রয়েছে পার্টি সেন্টারেরও। এছাড়া সহপরিবার, পরিজন নিয়ে ভ্রমণ করার জন্য কর্তৃপক্ষের রয়েছে নিরাপত্তার ব্যবস্থা।

এদিকে নারীদের প্রিয় খাবার ফুসকা, ইলিশ ফ্রাই, কাকড়াসহ বিভিন্ন ধরণের খাবার আইটেম রয়েছে রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে। ছবি তোলার জন্য দৌতলা টাওয়ার, লাভ পয়েন্ট, বাচ্ছাদের বিনোদনের জন্য রয়েছে কিটজোন।

পশ্চিমে সবুজ শ্যামল গাছপালা, পূর্বে নদী, উত্তরে লঞ্চঘাট ও দক্ষিণে সিসি ব্লক এ যেন এক অপরুপদৃশ্য ঘেরা মেঘনা পাড়, এটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক সারা ফেলেছে।

এইখানে প্রতিদিন শত শত দর্শনার্থী একটু বিনোদনের জন্য আসে। মণপিপাসুদের আকৃষ্ট করবে। সবাইকে মেঘনা রেস্টুরেন্ট এন্ড রিসোর্টে ও মেঘনা নদীর পাড়ে ঘুরে আসার আমন্ত্রণ রইলো।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :