300X70
বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

উখিয়ায় একই স্থানে এক ঘণ্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনা, নিহত ৩

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৬, ২০২৩ ৮:৪৮ পূর্বাহ্ণ

সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলার টিভি টাওয়ার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

বুধবার রাত সাড়ে ৮টা ও সাড়ে ৯টার দিকে একই স্থানে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। কক্সবাজার-টেকনাফ সড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতদের একজন হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজুনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে রাফি মিয়া ( ৩০ )। বাকী দুজনের পরিচয় মেলেনি। তবে পুলিশের ধারণা, নিহত অপর দুজন রোহিঙ্গা নাগরিক।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় বিপরীত দিক দিয়ে আসা পিক-আপ উল্টে গেলে ঘটনাস্থলেই পিকআপ চালক রাফি মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হন দুইজন।

‘অপরদিকে একই স্থানে রাত সাড়ে ৯টার দিকে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স সড়কের ঢালু পথে দ্রুত নামতে গিয়ে উল্টে যায়। এতে ১ দিন বয়সী শিশুসহ দুজনের মৃত্যু হয়। আহত হন অ্যাম্বুলেন্সের দুই যাত্রী। ধারণা করা হচ্ছে, তারা উভয়েই রোহিঙ্গা নাগরিক।’

উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম আরো জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতলে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকালে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ার ছরা স্টেশনের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :