300X70
বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গভীর রাতে অসহায় মানুষের পাশে কম্বল নিয়ে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৪, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা : গভীর রাতে ঘরের দরজায় টুং টুং শব্দ শুনে ঘুম ভেঙ্গে গেল। বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলতেই দেখি ঘরের দরজার সামনে কম্বল হাতে দাড়িঁয়ে আছেন দুজন মানুষ।

প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম পরে জানতে পারলাম তারা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট ও উপজেলা নির্বাহী অফিসার নুরই আলম সিদ্দিকী। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। কথাগুলো বললেন কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ন -২ প্রকল্পের বাসিন্দা ২৯ নম্বর ঘরের মালিক হামিজা বেওয়া (৬২)।

গত কয়েকদিন ধরে নীলফামারী জেলাজুড়ে চলছে শৈত্যপ্রবাহ । প্রচন্ড শীতে চরম বিপাকে পড়েছে অসহায় গরীব দুখী মানুষেরা। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে ছিন্নমুল মানুষগুলো।

গতকাল গভীর রাতে সমাজের অসহায় ছিন্নমুল মানুষ ও প্রধানমন্ত্রীর আশ্রয়ন ২ প্রকল্পের বাসিন্দাদের মাঝে এই শীতে কিছুটা উষতা ছড়াতে গাড়িতে করে কম্বল হাতে বেড়িয়ে পড়েন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী ও উপজেলা নির্বাহী অফিসার নুরই আলম সিদ্দিকী।

ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আলম হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার নুরই আলম সিদ্দিকী জানান, নীলফামারী জেলার ৬ টি উপজেলার মধ্যে এই উপজেলায় অসহায় দরিদ্র ও ছিন্নমুল মানুষের সংখ্যা অনেক বেশি। এই শীতে এ উপজেলার মানুষরা অনেক কষ্টে আছে। রাতের বেলা তাদের হাতে কম্বল তুলে দেওয়ায় মানসিক ভাবে অনেক সস্তি পেয়েছি।

কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট বলেন, গত কয়দিন থেকে শীতের তীব্রতা অনেক বেশি। এ উপজেলায় গরীব অসহায় মানুষ বেশি। সরকারীভাবে যেটুকু কম্বল বরাদ্দ পেয়েছি সেটুকু তুলনামুলকভাবে অনেক কম। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছেন। সাথে ছবি আছে

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :