300X70
শুক্রবার , ২৩ এপ্রিল ২০২১ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গাইবান্ধা থেকে বিভিন্ন অঞ্চলে ধানকাটা ও মাড়াই কাজে ২৫০ জন শ্রমিক প্রেরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৩, ২০২১ ১২:৪২ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর সহযোগিতায় জেলার ২৫০ জন ধান কাটা শ্রমিককে হাওড়, বাওড়, চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে।

করোনাকালী সংকটে কর্মহীন এসব শ্রমিকের আয় ও কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি এবং চাষীর পাকা ধান ঘরে তুলতে মানবিক দায়িত্ববোধ থেকে জেলা পুলিশ ও বেসরকারি সংগঠনটি এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম শ্রমিক প্রেরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় গণ উন্নয়ন কেন্দ্রে ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী প্রদান করে বিশেষ যাত্রীবাহী বাসের মাধ্যমে কৃষি শ্রমিক পাঠানো হয়। আগ্রহী শ্রমিককদের বিশেষ ব্যবস্থাপনায় অন্যত্র প্রেরণের ব্যবস্থা চলমান থাকবে বলে জানান পুলিশ।

উল্লেখ্য, গতবছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা পুলিশ, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গণ উন্নয়ন কেন্দ্র প্রায় ২ হাজার ধান কাটা ও মাড়াই কাজের জন্ দেশের বিভিন্ন এলাকায় শ্রমিক প্রেরণ করেছিল।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :