300X70
রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ছাত্রীকে ‌কুপ্রস্তাবের অভিযোগ, অবরুদ্ধের পর বরখাস্ত প্রধান শিক্ষক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩১, ২০২১ ৯:২৩ পূর্বাহ্ণ

সংবাদদাতা, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গুরুদাস মিস্ত্রি নামে এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অভিযুক্ত গুরুদাস মিস্ত্রি ২২নং শৌলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার রামশীল ইউনিয়নের মুশুশিয়া গ্রামের ভদ্রকান্ত মিস্ত্রির ছেলে।

শনিবার তাকে বরখাস্ত ও প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী।

অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক গুরুদাস মিস্ত্রি দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার শিক্ষক গুরুদাস ওই ছাত্রীকে ছুটির পরে বিদ্যালয়ে থাকতে বলেন। এরপর স্কুল ছুটি শেষে সবাই চলে গেলে তিনি ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। সেইসঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন ওই ছাত্রী দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। এরপর ঘটনার পরদিন শুক্রবার হওয়ায় শনিবার ওই ছাত্রীর মা এলাকার নারীদের নিয়ে বিদ্যালয়ে এসে শিক্ষক গুরুদাসকে লাইব্রেরিতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুন কুমার ঢালী ঘটনাস্থলে ছুটে যান। তারা জনরোষ থেকে ওই শিক্ষককে উদ্ধার করেন।

শিক্ষা কর্মকর্তা অরুন কুমার ঢালী বলেন, ঘটনার সত্যতা পেয়ে সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে বরখাস্ত এবং ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করেছি। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই ছাত্রীর মা বলেন, গুরুদাস মিস্ত্রি এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমরা তার শাস্তি চাই।

এ বিষয়ে শিক্ষক গুরুদাস গণমাধ্যমকে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জাকারিয়া গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এ ঘটনায় শিক্ষক গুরুদাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ

গুলশান ক্লাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ

ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২২ অনুষ্ঠিত

ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানা গেল সুইসাইড নোটে

নেত্রকোনা ঈদে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর কুড়ালের কোপে স্বামী নিহত, স্ত্রী আটক

প্রতিটি বাড়িতে অন্তত ২টি গাছ লাগানোর আহবান মেয়র আতিকুল ইসলামের

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার জাগালো হাসপাতালে ভর্তি

ইউনিয়ন ব্যাংকের ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩

পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর না করা পর্যন্ত আওয়ামী লীগ ক্ষ্যান্ত হবে না: আইনমন্ত্রী

অবিশ্বাস্য দামে দারাজে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন

ব্রেকিং নিউজ :