রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নদী ভাঙ্গন রোধের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন কবীর বিন আনোয়ার।
রবিবার দিনব্যাপী দুটি উপজেলার রৌমারীর ঘুঘুমারী হতে ফলুয়ারচর ঘাট ও রাজিবপুর উপজেলার মেম্বারপাড়া ও মহনগগঞ্জ বাজার পর্যন্ত ব্রহ্মপুত্রে নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি দেখেন। পরিদর্শনকালে তিনি বলেন প্রতিবছর ভারতের পাহাড়ী ঢল নেমে এসে ভয়াবহ বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় এই দুটি উপজেলায়। তাই নদের দুই তীরে ব্যাপক ভাঙ্গন শুরু হওয়ায় ভাঙ্গনরোধে রৌমারী ও রাজিবপুরে শহর রক্ষা বাধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বরাদ্দ দিয়েছেন এবং ইতোমধ্যে কাজ শুরুও করা হয়েছে।
ওই দুটি উপজেলার কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৪’শ ২১ কোটি টাকা। দুটি উপজেলার রৌমারীর ঘুঘুমারী হতে ফলুয়ারচর ঘাট ও রাজিবপুর উপজেলার মেম্বারপাড়া ও মহনগগঞ্জ বাজার নদের তীরে ভাঙ্গনরোধে জিও ব্যাগ ইতোমধ্যে ফেলানো শুরু করেছে। নদের ভাঙ্গনরোধ করা হলে ওই দুটি উপজেলার শতশত একর কৃষি জমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদগুলো রক্ষা পাবে।
এলাকার জন্য বিশেষ বরাদ্দ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মতিপ্রসাদ ঘোষ উত্তরাঞ্চল রংপুর, তত্বাবধায়ক আব্দুস শহীদ, কুড়িগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামন, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী ও রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানসহ স্থানীয় জনপ্রতিনিধি।