300X70
মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নোয়াখালীতে আ”লীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৯, ২০২৩ ১:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালী জেলার চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিবাদমান আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ৩ পুলিশ সহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এতে গতকাল সোমবার রাতে অজ্ঞাত নামা ১৫০ জনকে আসামী করে চাটখিল থানায় একটি মামলা হয়েছে।

গত রবিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম জনতা বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবন উদ্ভোধন করতে যান। এ সময় বিগত ইউনিয়ন নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শহিদ উল্লাহ সমর্থকগন এবং বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসান বাহালুল চেয়ারম্যানের সমর্থকগন এমপির সাথে থাকা নিয়ে দু-গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

জানা যায় উদ্ভোধন শেষে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি ঘটনাস্থল ত্যাগ করলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ফাকা গুলি বর্ষন করেন। এ সময়ে ৩ পুলিশ সহ ১০ জন আহত হয়।

এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ঘটনায় অজ্ঞাত নামা ১৫০ জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :