300X70
মঙ্গলবার , ৬ জুলাই ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ফেনীতে কিশোর গ্যাং (ঠিকানা গ্রুপ) এর ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৬, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ

প্রতিনিধি, ফেনী :
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

চট্টগ্রামস্থ র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন পুরাতন জেলখানা রোডস্থ ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে কিশোর গ্যাং (ঠিকানা গ্রুপ) এর ৪ সদস্যকে গ্রেফতার করে। গত গত রোববার (৪ জুলাই) গ্রেফতার হওয়া ওই ৪ জন হচ্ছে ফেনী সদর উপজেলার দক্ষিন সহদেবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫), ও বাহার মিয়ার ছেলে বাবু (১৯), বিরিঞ্চি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আবুল হোসেন শামীম (১৯), আব্দুল সোলেমানের ছেলে আব্দুল মান্না (১৯)।

পরে ১টি রামদা, ১টি কিরিচ, ১টি চাকু এবং গাঁজা- ১৮ গ্রাম উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ঠিকানা গ্রুপ কিশোর গ্যাং এর সদস্য। তারা দীর্ঘদিন যাবত ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে জানায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :