নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। বুধবার সকাল (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর বি-ব্লকে স্থাপিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিবার।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেল বেঁচে থাকলে ৫৯ বছরের অত্যন্ত ধীশক্তিসম্পন্ন , অনেক গুণাবলি সম্পন্ন, একজন বঙ্গবন্ধু পরিবারের সন্তান হিসেবে; এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়ায় একজন রুপকার হিসেবে কাজ করতেন।
বঙ্গবন্ধুর কন্যার শেখ হাসিনার সঙ্গী হিসেবে দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতেন। তিনি বলেন, আজকে আমরা অত্যন্ত দুঃখভরা মন নিয়ে সেই শেখ রাসেলের জন্মদিন পালন করছি। পচাঁত্তরে একদল উচ্ছৃঙ্খল সৈনিক, একদল খারাপ রাজনীতিবিদ যারা এই পতাকাকে, এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারাই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের ১৬ সদস্যকে হত্যা করেছে।
তারাই ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। তারা আগুন সন্ত্রাস করেছিল। তাদের ইচ্ছে ছিল আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে নিশ্চিহ্ন করে দিতে, তাদের ইচ্ছে ছিলো আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিতে।
কিন্তু আজ প্রমাণিত বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশকে নিশ্চিহ্ন করা যায় না । সামনে আমাদের নতুন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টেকোনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অধিকতর উন্নয়ন প্রকল্প সমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা নার্স কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।